যশোর জেলার চৌগাছার সলুয়া বাজারে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেডের এজেন্ট ব্যাংকিং আউটলেট এর শুভ উদ্বোধন করা হয়েছে। স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গের উপস্থিতিতে মঙ্গলবার ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ ওয়াসেক মো. আলী উক্ত এজেন্ট ব্যাংকিং আউটলেট-এর উদ্বোধন করেন।
এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ব্যাংকের খুলনার আঞ্চলিক প্রধান মো. আব্দুর রশিদ, জেনারেল সার্ভিসেস ডিভিশনের প্রধান এস. এম. নজরুল ইসলাম, অলটারনেটিভ ডেলিভারী চ্যানেল ডিভিশনের প্রধান মো. আলী নাহিদ খান ও ভিপি মো. ফরিদুর রহমান জালাল, ১ নং ফুলসারা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো. মেহেদী মাসুদ চৌধুরী, বারোবাজার শাখার ব্যবস্থাপক মো. সাব্বির আহমেদ, এজেন্ট মাহির এন্টারপ্রাইজের স্বত্তাধিকারী আব্দুল্লাহ আল মামুন। অনুষ্ঠান উপলক্ষে এক দোয়া মাহ্ফিলের আয়োজন করা হয়।
বিডি-প্রতিদিন/মাহবুব