দেশের অন্যতম রাষ্ট্রায়াত্ত রূপালী ব্যাংক লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও হিসেবে যোগ দিলেন মো. ওবায়েদ উল্লাহ আল মাসুদ।
বুধবার তিনি রূপালী ব্যাংকে ব্যাংকিং কার্যক্রম শুরুর আগে ব্যাংকের প্রধান কার্যালয়ের প্রবেশ লবিতে স্থাপিত জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান।
তিনি সেখানে ফাতেহা পাঠ ও জাতির পিতা এবং তার পরিবারের জন্য দোয়া করেন।
এ সময় ব্যাংকের ডিএমডি মোহাম্মদ জাহাঙ্গীর আলম ও বেলায়েত হোসেন, জিএম মো. কাইসুল হক ও অরুণ কান্তি পালসহ ব্যাংকের সর্বস্তরের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।
বিডি প্রতিদিন/কালাম