২০১৫ সালে প্রতিষ্ঠিত টেলিনর গ্রুপের ডিজিটাল হেলথ সাবসিডিয়ারি টেলিনর হেলথ, রাজধানীর করাইল বস্তির সুবিধাবঞ্চিত মানুষের মাঝে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতা তৈরি ও বিনা খরচে প্রয়োজনীয় চিকিৎসা সেবা ও পরামর্শ প্রদানের লক্ষ্যে তিন দিনের একটি স্বাস্থ্যসেবা ক্যাম্প পরিচালনা করছে।
রবিবার থেকে শুরু হওয়া ক্যাম্পেইনটি চলবে আগামী ৩ সেপ্টেম্বর মঙ্গলবার বিকেল ৫টা পর্যন্ত। এই ক্যাম্পেইনের মেডিক্যাল টেস্ট সহযোগী সাহাবুদ্দীন মেডিক্যাল কলেজ এবং গণমাধ্যম সহযোগী দৈনিক সমকাল, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম ও এবিসি রেডিও।
তিন দিনের এই ক্যাম্পেইন উদ্বোধনের সময় উপস্থিত ছিলেন ডিএনসিসি'র প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ব্রিগেডিয়ার জেনারেল মো. মোমিনুর রহমান মামুন, ঢাকা ১৯ নং ওয়ার্ডের কাউন্সিলর মো. মফিজুর রহমান, টেলিনর হেলথ এর হেড অব সেলস, ব্র্যান্ড এন্ড পিআর তৌহিদুল আলমসহ, কর্পোরেট বিজনেজ লীড পারভেজ আহমদ, ব্র্যান্ড এন্ড মার্কেটিং ম্যানেজার আলিফ আল মোহাম্মদসহ অন্যান্যরা।
ক্যাম্পেইন চলাকালীন ডেঙ্গু সম্পর্কে সচেতনতা তৈরির লক্ষ্যে বস্তিবাসীদের মধ্যে লিফলেট বিতরণ করা হয় এবং টেলিনর হেলথ-এর পক্ষ থেকে ফ্রি মেডিক্যাল চেক-আপ, প্রয়োজনে ফ্রিতে ডেঙ্গু টেস্ট করে নেওয়ার আহ্বান জানানো হয়। ক্যাম্পে টেলিনর হেলথ-এর বিশেষজ্ঞ ডাক্তারগণ চিকিৎসা সেবা প্রদান করছেন। ডেঙ্গুর কোন লক্ষণ দেখা দিলে ফ্রিতে ডেঙ্গু টেস্ট করিয়ে নেওয়ার ব্যবস্থাও রাখা হয়েছে। সব ধরণের মেডিক্যাল টেস্টের কাজে সার্বিক সহায়তা প্রদান করা হচ্ছে এবং টেস্টের ভিত্তিতে সেবনের ওষুধ ও পরামর্শও দেওয়া হচ্ছে টেলিনর হেলথের এই স্বাস্থ্য সেবা ক্যাম্প এ।
বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন