বাংলাদেশের ১ নম্বর রিটেইল সু-ব্র্যান্ড এপেক্স-এর লয়ালিটি প্রোগ্রাম 'এপেক্স রিওয়ার্ডস' গ্রাহকদের জন্য হয়ে গেল 'কে হবে এপেক্স রিওয়ার্ডস মিলিয়নিয়ার' ক্যাম্পেইন। ক্রেতাদের মধ্যে ব্যাপক সাড়া ফেলা এই ক্যাম্পেইনটি হয়েছে গত ১৪ই নভেম্বর-১৬ই ডিসেম্বর পর্যন্ত ।
এই ক্যাম্পেইনে অংশগ্রহণ করে ১০ লাখ টাকা জিতেছেন রংপুরের মোঃ এমদাদুল হক। সম্প্রতি তাকে এই ১০ লাখ টাকার চেক তুলে দেন এপেক্সের প্রধান নির্বাহী কর্মকর্তা রাজান পিল্লাই এবং প্রধান পরিচালন কর্মকর্তা সুদরশন রেড্ডি। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এপেক্সের ঊর্ধ্বতন কর্মকর্তা ও কর্মচারী বৃন্দ।
বিডি-প্রতিদিন/ সিফাত আব্দুল্লাহ