বসুন্ধরা সিটি শপিং মলের সবচেয়ে বড় ডায়মন্ড শো-রুম ও বাংলাদেশের অন্যতম সেরা ডায়মন্ড ব্র্যান্ড ‘ডায়মন্ড সিটি’ আয়োজন করেছে ‘মডেল ও লাইভ প্রেজেন্টার হান্ট-২০২০’।
১৬-৪৫ বছরের যেকোন তরুণ-তরুণীরা এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে পারবেন। আগ্রহীরা আগামী ১০ কিংবা ১১ জানুয়ারি যে কোন একদিন সকাল ১১টা থেকে বিকাল ৫টা’র এর মধ্যে ডায়মন্ড সিটি'র শো রুমে বিস্তারিত জীবনবৃত্তান্ত ও যে কোনা সাইজের ছবি নিয়ে অডিশন দিতে পারবে।
অডিশন ভেন্যু : ডায়মন্ড সিটি, লেভেল# ৫, ব্লক# এ, শপ# ১১-১২, বসুন্ধরা সিটি শপিং মল, পান্থপথ, ঢাকা। ফেসবুক পেইজ : www.facebook.com/DiamondCityBd
বিডি-প্রতিদিন/শফিক