দুই দিনের জন্য ঢাকা শহরের শিশুদের অনাবিল আনন্দ আর ছুটোছুটির সুযোগ করে দিচ্ছে ‘ফার্ম ফ্রেশ চিলড্রেনস ডে’। ‘হাসবে, খেলবে, বাড়বে শিশু; চাই এমন ভালো কিছু’ শ্লোগানে অনুষ্ঠিত হতে যাওয়া চিলড্রেন্স ডে’তে শিশুদের জন্য থাকছে চিত্র অংকন প্রতিযোগিতা, কোলাজ ক্রাফট প্রতিযোগিতা, সুন্দর হাতের লেখা প্রতিযোগিতা, পুতুল নাটক ও গল্প, সিসিমপুর, ম্যাজিক শো, কমেডি ও মাইম শো, থ্রিডি বায়োস্কোপসহ আরও চমৎকার সব আয়োজন।
আগামী ১৪ ও ১৫ ফেব্রুয়ারিতে রাজধানীর গুলশান ২-এর শহীদ তাজউদ্দীন আহমদ স্মৃতি পার্কে (পূর্বের ওয়ান্ডারল্যান্ড) অনুষ্ঠিত হবে ‘ফার্ম ফ্রেশ চিলড্রেনস ডে’।
এএফবিএল- এর ডেইরি ব্র্যান্ড ফার্ম ফ্রেশ প্রতি বছর বিশেষ দিনে চিলড্রেন’স ডে পালন করে থাকে, যেখানে শিশুদের জন্য একই সাথে মজার এবং শিক্ষামূলক সব আয়োজন থাকে।
বিডি প্রতিদিন/ফারজানা