ক্রাউন সিমেন্ট গ্রুপ তাদের কর্মকর্তা-কর্মচারীদের বেতন-ভাতা ২০.৫ শতাংশ কমানোর সিদ্ধান্ত নিয়েছে। আমদানিকৃত কাঁচামালে বাড়তি করারোপ ও করোনাভাইরাস প্রাদুর্ভাবের কারণে বর্তমান অর্থবছরে প্রতিষ্ঠানটি নজিরবিহীন ক্ষতির মুখে পড়ায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানা গেছে।
প্রতিষ্ঠানটির এক কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে বলেছেন, বেতন-ভাতা কমানোর এ সিদ্ধান্ত কেবল অ্যাডমিনিস্ট্রেশন বিভাগে কর্মরতদের ক্ষেত্রে প্রযোজ্য হবে। সেলস ডিপার্টমেন্টে যাঁরা কাজ করছেন তাঁরা এর আওতামুক্ত থাকবেন। তা ছাড়া এই বিভাগের লোকজনের ভাতাদি ৪.৪ শতাংশ বাড়ানো হচ্ছে। তবে প্রতিকূলতার মধ্য দিয়ে গেলেও কোম্পানি শ্রমিক ছাঁটাইয়ের কোনো সিদ্ধান্ত নিচ্ছে না।
ওই কর্মকর্তা বলেন, ‘করোনাভাইরাস প্রাদুর্ভাবের এই সংকটকালীন সময় ব্যবসা চালিয়ে রাখা বেশ কঠিন হয়ে দাঁড়িয়েছে।’
কম্পানি সূত্র জানায়, সিমেন্টের কাঁচামাল আমদানির ওপর সরকার সর্বনিম্ন ৩ শতাংশ বাড়তি কর আরোপ করার কারণে গত ১ জুলাই থেকেই সিমেন্টশিল্প বাড়তি খরচের মুখে পড়ে। এর ফলে চলতি অর্থবছরের প্রথম ৯ মাসে এ শিল্পে করের বোঝা ৬১৮ শতাংশ বেড়ে যায়। এ ছাড়া কাঁচামাল ও উৎপাদিত সিমেন্ট উভয়েরই পরিবহন ব্যয় বেড়েছে। এ অবস্থায় প্রতিষ্ঠানের ব্যয় কমানো ছাড়া গতি নেই। সূত্র : বিজনেস স্ট্যান্ডার্ড।
বিডি-প্রতিদিন/শফিক