ইউএস-বাংলা গ্রুপের সহযোগী প্রতিষ্ঠান ভাইব্রেন্ট এর সকল আউটলেটে কোভিড-১৯ মহামারি থেকে রক্ষায় স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী বিশেষ করে সার্জিক্যাল মাস্ক, কেএন ৯৫ মাস্ক, ডিসপোজিবল হ্যান্ড গ্লাভস্, ফেস শিল্ড, ইনফ্রারেড থার্মোমিটারসহ নানাবিধ সুরক্ষা সামগ্রী পাওয়া যাচ্ছে।
লাইনে নয়, শপিং করুন অনলাইনে- স্লোগানে করোনাভাইরাসের প্রাদুর্ভাব বিস্তারকালীন সময়ে আপনার সুরক্ষার কথা বিবেচনা করেই ভাইব্রেন্ট এর সকল পণ্যসামগ্রী অনলাইনে ক্রয় করলেই ঘরে বসে পেয়ে যাবেন ২০% মূল্যছাড়। এই সুবিধা সারাদেশের ক্রেতাসাধারণের জন্যই প্রযোজ্য।
প্রতিনিয়ত আধুনিক ডিজাইনের পুরুষ, মহিলা ও শিশুদের জন্য জুতার কালেকশন রাখছে শো-রুম গুলোতে। ভাইব্রেন্টসামগ্রীর মান ও দামের প্রতি বিশেষভাবে লক্ষ্য রেখে গ্রাহকদের উন্নত সেবা প্রদান করে যাচ্ছে।
প্রত্যেকটি ভাইব্রেন্টের শো-রুমে বিভিন্ন ডিজাইনের লেদার সামগ্রী, ট্রাভেল ব্যাগ, পুরুষ গ্রাহকদের জন্য শার্ট, টি-শার্ট, শিশুদের জন্য আধুনিক ডিজাইনের ড্রেসসহ অন্যান্য লাইফস্টাইল সামগ্রী রয়েছে। গ্রাহকদের সুবিধার্থে প্রত্যেকটি শো-রুমেই ক্যাশ ক্রয় ছাড়াও ভিসা ও মাস্টার কার্ড গ্রহণ করা হয়।
বিডি প্রতিদিন/ফারজানা