দেশের শীর্ষস্থানীয় শিল্প প্রতিষ্ঠান আরএফএল গ্রুপের গৃহ নির্মাণ সামগ্রীর রিটেইল চেইন শপ ‘ইজি বিল্ড’ সাভারে একটি শোরুম চালু করেছে। এখানে পানি ও গ্যাস সরবরাহ, স্যানিটারি, বৈদ্যুতিক, কিচেন, নিরাপত্তা সরঞ্জাম, নির্মাণ ও এক্সেসরিজ-সাতটি ক্যাটাগরিতে প্রায় চার হাজার ধরনের পণ্য পাওয়া যাবে।
ক্রেতারা পণ্য ক্রয়ের পাশাপাশি সুদক্ষ প্রকৌশলীর কাছ থেকে বাড়ি নির্মাণ বিষয়ক প্রয়োজনীয় পরামর্শ ও সহায়তা পাবেন। শুধু তাই নয়, ক্রেতারা চাইলে নিজস্ব তত্ত্বাধানে পুরো বাড়ি নির্মাণ করে দিবে ইজি বিল্ড।
সম্প্রতি সাভার ডিওএইচএসে শোরুমটি উদ্বোধন করেন আরএফএল এর ব্যবস্থাপনা পরিচালক আর এন পাল।
এ সময় উপস্থিত ছিলেন ‘ইজি বিল্ড’ এর ইনচার্জ ইঞ্জিনিয়ার মানিক সরকার, সিনিয়র ব্র্যান্ড ম্যানেজার এমদাদুল ইসলাম, সাভার ডিওএইচএস পরিষদের সভাপতি বিগ্রেডিয়ার জেনারেল (অব.) এসএম ফরহাদ, সম্পাদক লেফটেন্যান্ট কর্নেল (অব.) মোয়াজ্জেম হোসেনসহ ইজি বিল্ড এর ঊর্ধ্বতন কর্মকর্তারা।
বর্তমানে রাজধানীসহ দেশের বিভিন্ন জায়গায় ইজিবিল্ডের এর ১০টি শোরুম রয়েছে।
বিডি-প্রতিদিন/বাজিত হোসেন