বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব সফটওয়্যার অ্যান্ড ইনফরমেশন সার্ভিসেসের (বেসিস) উদ্যোগে “ফান্ডিং ইউর ভেঞ্চার: দ্যা ফার্স্ট স্টেপ” শীর্ষক একটি ওয়েবিনার অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বিকেলে ভার্চুয়াল প্ল্যাটফর্মে এই ওয়েবিনার অনুষ্ঠিত হয়।
ওয়েবিনারে প্রধান অতিথি হিসেবে অংশগ্রহণ করেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের প্রতিমন্ত্রী জুনাইদ আহ্মেদ পলক, এমপি। বেসিসের সভাপতি সৈয়দ আলমাস কবীরের সভাপতিত্বে ও সঞ্চালনায় ওয়েবিনারে আরও অংশ নেন শপআপ-এর সিইও আফিফ জামান, প্রিয়শপ ডট কমের সিইও আশিকুল আলম খান, বেসিসের সাবেক সভাপতি ও ভিসিপিইএবি-এর সভাপতি শামীম আহসান, এসবিকে টেকভেঞ্চারের সভাপতি ও জেনারেল পার্টনার সোনিয়া বশির কবির। অনুষ্ঠানে লাইট ক্যাসেল পার্টনারের প্রধান নির্বাহী কর্মকর্তা বিজন ইসলাম মুল বক্তব্য উপস্থাপনা করেন।
প্রধান অতিথির বক্তব্যে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের প্রতিমন্ত্রী জুনাইদ আহ্মেদ পলক, এমপি বলেন, “স্টার্টআপ লিমিটেড কোম্পানির জন্য সরকার এ বছর ১০০ কোটি টাকা বরাদ্দ দিয়েছে। এর মধ্য থেকে ৫০টিরও বেশি কোম্পানিকে ফান্ড দেওয়ার জন্য প্রস্তুতি নেওয়া হচ্ছে। এছাড়া আত্মনির্ভরশীল ডিজিটাল বাংলাদেশ গড়ে তোলা আমাদের উদ্দেশ্য; আত্ম কেন্দ্রিক নয় বলে উল্লেখ করেন তিনি। বিদেশী বিনিয়োগ আমরা উৎসাহিত করতে চাই, একই সাথে দেশীয় উদ্যোগ গুলিকে সহায়তা দিতে চাই। আগামী ৫ বছরে আইটি খাত থেকে ৫ বিলিয়ন ডলার রপ্তানি করার টার্গেটের কথা জানান তিনি।
বেসিসের সভাপতি সৈয়দ আলমাস কবীর বলেন, “ডিজিটাল বাংলাদেশ গড়তে সরকারকে সহযোগিতা করবে লোকাল স্টার্টআপ কোম্পানিগুলো। বেসিসের অধীনে ১৫’শর অধিক মেম্বার কোম্পানি রয়েছে; এর অধিকাংশ নতুন ও ছোট কোম্পানি। তাদের জন্য আমরা বেসিস থেকে গ্রোথ ইকো সিস্টেম তৈরি করেছি।
বিডি প্রতিদিন/হিমেল