ভোজনরসিকদের কাছে অন্যতম প্রিয় নাম স্টার কাবাব রেস্টুরেন্ট এর খাবার সরবরাহ করবে ই-ফুড। এর মাধ্যমে দেশের অন্যতম শীর্ষ ফুড ডেলিভারি প্ল্যাটফর্ম ই-ফুড থেকে স্টার কাবাব এর খাবার অনলাইনে অর্ডার করে ঘরে বসেই সেগুলোর স্বাদ নিতে পারবেন গ্রাহকেরা।
এ লক্ষ্যে সম্প্রতি রাজধানীর ধানমন্ডিতে ইভ্যালির প্রধান কার্যালয়ে উভয় প্রতিষ্ঠানের মধ্যে এক সমঝোতা চুক্তি স্বাক্ষরিত হয়।
ইভ্যালির চেয়ারম্যান শামীমা নাসরিন এবং স্টার কাবাব এর উপদেষ্টা মীর আবির আবরার চুক্তিপত্রে নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে স্বাক্ষর করেন। এর ফলে রাজধানীর সকল শাখা থেকে স্টার কাবারের খাবার গ্রাহকদের কাছে সরবরাহ করবে ই-ফুড।
এ বিষয়ে ইভ্যালির চেয়ারম্যান শামীমা নাসরিন বলেন, গ্রাহকেরা যেন ই-ফুডে সবসময় নানান বৈচিত্র্যের খাবার পান সেজন্য আমরা কাজ করে যাচ্ছি। ই-ফুডের মাধ্যমে আমরা আমাদের দেশীয় খাবারের আইটেমগুলোকেও তুলে ধরতে চাই। স্টার কাবাব দীর্ঘদিন সুনামের সাথে তাদের সুস্বাদু খাবার এবং সেবার মাধ্যমে রাজধানীবাসীর আস্থা অর্জন করেছেন। অফলাইনের এমন স্বনামধন্য রেস্টুরেন্টগুলোকে আমরা আমাদের প্রযুক্তিগত
সক্ষমতার মাধ্যমে অনলাইনে নিয়ে আসতে চাই।
চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে অন্যান্যদের মাঝে ই-ফুড এর ফুড টেকনোলজি বিভাগের প্রধান মুস্তাহিদ উল ইসলাম বাধনসহ উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
বিডি প্রতিদিন/ফারজানা