দেশের অন্যতম শীর্ষ শিল্প গোষ্ঠী টি.কে. গ্রুপ এর অঙ্গ প্রতিষ্ঠান সুপার ফরমিকা এন্ড লেমিনেশন লিমিটেড এর "সুপার বোর্ড ব্র্যান্ড" অর্জন করল "সুপার ব্র্যান্ড অ্যাওয়ার্ড ২০২০"।
সম্প্রতি বাংলাদেশ ব্র্যান্ড ফোরাম আয়োজিত এক ভার্চুয়াল প্রোগ্রামের মাধ্যমে এই অ্যাওয়ার্ড প্রাপ্তি ঘোষণা করা হয়।
বাংলাদেশের পার্টিকেল বোর্ড জগতে সুপার বোর্ডের দীর্ঘ উপস্থিতি, ভোক্তা সাধারণের গ্রহণযোগ্যতা, শক্ত অবস্থান, মানসম্মত পণ্যের সমারোহ এবং সর্বোপরি সকল স্তরের ব্যবহারকারীদের আস্থা এই সম্মানজনক অর্জনে সহায়ক ভূমিকা পালন করেছে।
এ প্রসঙ্গে টি.কে.গ্রুপ এর মার্কেটিং ডিরেক্টর মোফাচ্ছেল হক বলেন, সুপার বোর্ডের এই অর্জন সুপার বোর্ড এর সংশ্লিষ্ট সকল কর্মকর্তা-কর্মচারী, ব্যবসায়ীক পার্টনার, কারর্পেন্টার, আর্কিটেক্ট, ইন্টেরিয়র ডিজাইনার, ফার্নিচার কারখানার মালিক, শ্রমিক ও সকল ব্যবসায়ীদের সম্মিলিত প্রচেষ্টার ফসল।
বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন