বাংলাদেশের ইন্টারনেটভিত্তিক স্টার্টআপ ইকোসিস্টেমের ব্যাপারে জানাতে রিদ্মিক কীবোর্ডের প্রতিষ্ঠাতা শামীম হাসনাতের একটি সাক্ষাৎকার থেকে এখানে কিছু তথ্য তুলে ধরা হলো।
প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে সবকিছু সহজ করে তোলাই ছিল শামীম হাসনাতের ছোটবেলা থেকে স্বপ্ন। সে স্বপ্নকে বাস্তবায়ন করতে তার সাথে যোগ দেয় আমেরিকাভিত্তিক ইন্টারনেট বিনিয়োগকারী প্রতিষ্ঠান ‘ডাটাবার্ড’। ডিজিটাল বাংলাদেশের স্বপ্নের ধারাবাহিকতা বজায় রেখে, দেশের ইন্টারনেট সেবা ব্যবহারকারীদের উন্নত ও আধুনিক প্রযুক্তি প্রদানের মাধ্যমে গত দুই বছরেরও বেশি সময় ধরে একাগ্রতার সাথে কাজ করে যাচ্ছে ডাটাবার্ড (www.databird.co)।দেশের দ্রুত বর্ধমান ইন্টারনেট ব্যবহারকারীদের চাহিদা মেটানোর উদ্দেশ্যে সুবিধাজনক ডিজিটাল পরিষেবা বানানোই ডাটাবার্ডের কার্যক্রম।
বুয়েট পাস করে তিনি বিভিন্ন সফটওয়্যার কোম্পানিতে চাকরির পাশাপাশি নিজের ব্যবহারের জন্যও বেশকিছু সফটওয়্যার বানান। বর্তমানে তিনি ডাটাবার্ডের সিটিও এবং রিদ্মিকল্যাবস’র সিইও পদে নিয়োজিত আছেন।
রিদ্মিক কীবোর্ডের প্রতিষ্ঠাতা শামীম হাসনাত
তবে তার সব সময়ে লক্ষ্য ছিল ইন্টারনেট ও মানুষ যাতে সবকিছু সহজে ব্যবহার করতে পারে। সর্বপ্রথম ২০১২ সালে তিনি রিদ্মিক ল্যাবস’র প্রথম অ্যাপ হিসেবে একটি বাংলাটাইপ করার কিবোর্ড বের করেন, যার নাম “রিদ্মিক কিবোর্ড”। তৎকালীন মোবাইলে বাংলা লেখার জন্য ব্যবহারকারীবান্ধব কোনো কিবোর্ড ছিল না। সহজে যাতে মোবাইলে বাংলা লিখা যায়, সেই চিন্তা থেকে ২০১২ সালে রিদ্মিক কিবোর্ড অ্যাপ স্টোরে পাবলিশ করেন। তখন থেকে এখন পর্যন্ত এটি বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় বাংলা কিবোর্ড। বর্তমানে রিদ্মিক কিবোর্ডের মাসিক সর্বমোট ২ কোটি ৩০ লাখ সক্রিয় ব্যবহারকারী রয়েছেন এবং ৫ কোটির বেশিবার এটি ডাউন লোড করা হয়েছে।
২০১৮ সালে আমেরিকাভিত্তিক ইন্টারনেট বিনিয়োগকারী কোম্পানি "ডাটাবার্ড " রিদ্মিক ল্যাবস-এ বিনিয়োগ শুরু করে বিশ্বমানের কিছু অ্যাপ তৈরির লক্ষ্যে। ইন্টারনেট সেবা সকলের কাছে পৌঁছে দেওয়ার জন্য ডাটাবার্ড অনলাইন ভ্রমণ, সংবাদ, কীবোর্ড, ই-রিডার এবং লাইফ স্টাইল মোবাইল অ্যাপ্লিকেশনের পেছনে কাজ করে যাচ্ছে।
বর্তমান জগতের গতানুগতিক অনলাইন নিউজপোর্টাল থেকে ভিন্ন কিছু করার জন্য রিদ্মিকল্যাবস তৈরি করেন রিদ্মিক নিউজ। রিদ্মিক নিউজে রয়েছে শুধু সংবাদ পড়া নয়, আরও বিভিন্ন রকম সুবিধাও। রিদ্মিক নিউজ ব্যবহার করে আপনি খেলতে পারেন বিভিন্ন রকমের কুইজ এবং কুইজের প্রশ্নগুলো সবই নিউজভিত্তিক। এ ছাড়া রিদ্মিক নিউজকে মানুষের কাছে আরও ব্যবহারবান্ধব করে তুলতে এ বছরই আসছে আরও নতুন সব সুবিধা। বই পিপাসুদের জন্য বই পড়াকে সহজ করে দিতে রিদ্মিক ল্যাবস নিয়ে এসেছে ই-রিডার অ্যাপ ‘বইটই’। বইটই ব্যবহারের মাধ্যমে অনলাইনে সহজে ই-বই কেনার পাশাপাশি, ফ্রিতে পড়ে নিতে পারেন দেশ বিদেশের আপনার সকল পছন্দের বই।
ডাটাবার্ড ইন্টারনেট ইকোসিস্টেমের আওতায় রিদ্মিক ল্যাবস নিয়ে আসছে চ্যাটিং বা মেসেজিং অ্যাপ যার নাম ‘রিদ্মিক’। এই অ্যাপটি ব্যবহার করে আপনি উন্নতমানের অডিও বা ভিডিও কল ও মেসেজিংয়ের মাধ্যমে কাছের মানুষের সাথে সংযুক্ত থাকতে পারবেন খুব সহজে। প্রিয় জনদের সাথে যোগাযোগে বাঙালি সংস্কৃতির ছোঁয়া দিতে এই অ্যাপটিতে থাকবে নানা রকমের সুবিধা। ব্যবহারকারীদের নির্বিঘ্ন যোগাযোগ মাধ্যম প্রদান করার জন্য এখন অ্যাপটি এই মুহূর্তে বেটাটেস্টিংয়ে আছে। শিগগিরই তা গুগল প্লেস্টোর ও অ্যাপল অ্যাপস্টোর থেকে ডাউনলোড করতে সক্ষম হবেন সবাই।
এ ছাড়া রিদ্মিকের চ্যাট অ্যাপটির একটি দারুণ ফিচার হচ্ছে “বিট”, যা একটি লয়ালিটি প্রোগ্রাম। রিদ্মিক মেসেজিং অ্যাপে গ্রাহকরা বাংলায় লিখে “বিট” অর্জন করতে পারবে। এই “বিট” লয়ালিটি পয়েন্ট হিসেবে গ্রাহকের বাকেটে জমা হবে যা দিয়ে ব্যবহারকারীরা অ্যাপ থেকে বিভিন্ন ডিজিটাল পণ্য সংগ্রহ করতে পারবেন।
এ ছাড়া রিদ্মিক ল্যাবসএ রয়েছে রিদ্মিকফ্রেন্ডস+ নামের একটি প্রোগ্রাম। এই ফ্রেন্ডস+ প্রোগ্রামের সাথে সংযুক্ত থাকলে আপনিও রিদ্মিক ল্যাবসের যেকোনো অ্যাপের বেটা অথবা টেস্টভার্সন ব্যবহার করে আপনার মূল্যবান মতামত শেয়ার করতে পারবেন রিদ্মিকল্যাবসটিমের সাথে।
বর্তমানে বাংলাদেশের তৈরি অ্যাপ যে বিশ্বমানের মতো হতে পারে তারই প্রমাণ দিয়ে যাচ্ছে রিদ্মিক ল্যাবস। ডিজিটাল বাংলাদেশ গড়ার লক্ষে মানুষকে দেশেই তৈরি অ্যাপের মাধ্যমে ইন্টারনেট সেবা প্রদান করাই রিদ্মিক ল্যাবস’র মূল লক্ষ্য।
বিডি প্রতিদিন/জুনাইদ আহমেদ