গোল্ডেন হারভেস্ট আইসক্রিম লিমিটেড এবং রানবাংলা ইন্টারন্যাশনাল-এর মাঝে একটি চুক্তি স্বাক্ষরিত হয়েছে। গত ১১ মার্চ বিকাল ৪টায় এই চুক্তি স্বাক্ষরিত হয়।
এই চুক্তির অধীনে আগামী ২৬-২৮ মার্চ অনুষ্ঠিতব্য রানবাংলা ইন্টারন্যাশনাল ১০ কিমি ২০২১ ইভেন্টে গোল্ডেন হারভেস্ট আইসক্রিম লিমিটেডের প্রোডাক্ট ব্লুপ আইসক্রিম ব্র্যান্ডটি ‘আইসক্রিম পার্টনার’ হিসেবে সঙ্গে থাকবেন। এই ইভেন্টে অংশ নেওয়া প্রতিযোগীরা ব্লুপ আইসক্রিমের পক্ষ থেকে একটি আকর্ষণীয় উপহার পাবেন।
গোল্ডেন হারভেস্ট এগ্রো ইন্ডাস্ট্রিজ এবং আইসক্রিম লিমিটেডের পক্ষে চিফ এক্সিকিউটিভ অফিসার এস এম মমতাজুল ইসলাম এবং রানবাংলার পক্ষে ম্যানেজিং ডিরেক্টর মেহেদি হাসান এই চুক্তিতে স্বাক্ষর করেন।
এছাড়া অনুষ্ঠানে গোল্ডেন হারভেস্ট আইসক্রিমের অ্যাসিস্ট্যান্ট জেনারেল ম্যানেজার (মার্কেটিং) মোহাম্মদ সাজ্জাদুর রহমান, গোল্ডেন হারভেস্ট ডেভেলপারসের ম্যানেজিং ডিরেক্টর লেফটেন্যান্ট কর্নেল (অব.) নাসিমুল আলম, গোল্ডেন হারভেস্ট আইসক্রিম লিমিটেডের ডেপুটি ম্যানেজার মার্কেটিং মো. তানজির আলম, রানবাংলা ইন্টারন্যাশনাল ১০ কিমি ২০২১ এর রেইস ডিরেক্টর রাজীব হোসেন উপস্থিত ছিলেন।
ভবিষ্যতে গোল্ডেন হারভেস্ট তার কার্যক্রমের পরিধি প্রসারিত করে সুস্থ জীবনধারার প্রসারে আরও বেশি কাজ করতে আগ্রহী।
বিডি প্রতিদিন/এমআই