ইউনিভার্সিটি অব এশিয়া প্যাসিফিক (ইউএপি)-এ মহান স্বাধীনতা দিবস উপলক্ষ্যে এক ভার্চুয়াল আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার সন্ধ্যা ৭টায় ভারপ্রাপ্ত উপাচার্য অধ্যাপক ড. মো. সুলতান মাহমুদের সভাপতিত্বে আলোচনায় অতিথির বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধা গ্রুপ ক্যাপ্টেন শামসুল আলম বীর উত্তম।
অনষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন ইউএপির ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান জনাব সি এম শফি সামি। তিনি তার বক্তব্যে বলেন, মহান স্বাধীনতার ৫০ বছর পূর্তিতে আমরা আজ উদযাপন করছি সুবর্ণজয়ন্তী। একইসঙ্গে আমরা আরো উদযাপন করছি বাংলাদেশের স্থপতি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী। বাঙালি জাতির জীবনে এই দিনটি অত্যন্ত গুরুত্বপূর্ণ দিন, সামনে এগিয়ে যাওয়ার দিন।
অতিথির বক্তব্যে শামসুল আলম বীর উত্তম বলেন যুদ্ধাকালীন সময়ে তার বিভিন্ন অভিজ্ঞতার ও বিভিন্ন পদে তার ভূমিকার কথা। পাকিস্তান এয়ার ফোর্স যোগদান করে পরে স্বাধীনতা যুদ্ধের সময় তার অংশগ্রহণ। তিনি তার বক্তব্যে রনাঙ্গনের কথা তুলে আানেন যা মুক্তিযুদ্ধে বীর সেনানিদের কথা স্বরণ করিয়ে দেয়।
অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধা ও ইউএপি ট্রাস্টি বোর্ডের সদস্য ইঞ্জিনিয়ার এম আবু তাহের, ট্রাস্টি বোর্ডের অন্য সদস্য আলহাজ্ব আবদুল মালেক মোল্লা এবং ছাত্রকল্যাণ অধিদপ্তরের পরিচালক এয়ার কমোডর (অব:) ইশফাক ইলাহি চৌধুরী।
অন্যান্যদের মধ্যে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলের ইউএপির বিভিন্ন বিভাগের প্রধান, শিক্ষক ও কর্মকর্তারা। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন পুরকৌশল বিভাগের সহকারী অধ্যাপক রুম্মান মাওলা চৌধুরী।
বিডি প্রতিদিন/এ মজুমদার