জনপ্রিয় অস্ট্রেলিয়ান কফি চেইন শপ ঢাকা 'গ্লোরিয়া জিন্স' ৪২ বছরের ঐতিহ্য বহন করে আসছে। সেরা মানের কফিদানা এবং সর্বোচ্চ স্তরের প্রশিক্ষিত বারিস্তা দিয়ে প্রতিষ্ঠানটি ২০১২ সাল থেকে বাংলাদেশে কফি সরবরাহ করে আসছে।
গ্লোরিয়া জিন্স কফি প্রতিষ্ঠার শুরু থেকেই কফি প্রেমীদের আবেগ ভালবাসা এবং প্রানবন্ত আবহে কফির স্বাদ প্রদান করতে বদ্ধ পরিকর। এ কারণেই বিশ্বের বিভিন্ন স্থান থেকে সর্বোচ্চ মানের আরবীয় কফিদানা অতি সর্তকতার সাথে নির্বাচন করে আসছে।
গ্লোরিয়া জিন্স-এর প্রধান জনাব মোর্শেদ এলাহী বলেন, 'বর্তমান অতিমারির কারণে এটি কফির সর্বোচ্চ স্তরের পরিমাপ সূচকে সর্বোত্তম স্বাস্থ্য সুরক্ষা বজায় রেখে নিয়মিত পরিস্কার পরিচ্ছনতা করছে, নিরাপদ দুরত্ব বজায় রাখার জন্য প্রায় অর্ধেক আসন সরিয়েছে এবং বাধ্যতামুলক করা হয়েছে মাস্ক পরিধান।'
শুক্রবার (২ এপ্রিল) গ্লোরিয়া জিন্স কফি রামপুরা ঢাকায় তাদের ৬ষ্ঠ শাখা উদ্বোধন করেছে। এ উপলক্ষে সন্ধ্যা ৭:৩০টায় শাখায় একটি অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জনাব সুদীপ চক্রবর্তী, উপ-কমিশনার (গুলশান বিভাগ), ঢাকা মেট্রোপলিটন পুলিশ, জনাব ইসতিয়াক মাহমুদ (সিএইচআরও), মোহাম্মদ আরফাদুর রহমান বান্টি (সিসিএও), মোসলেম ইসলাম (সিটিও), আফজাল নাজিম, মামুন রহমান এবং নাভানা গ্রুপের অন্যান্য উদ্ধর্তন কর্মকর্তারা।
বিডি প্রতিদিন/ অন্তরা কবির