ইউএসএআইডি এর আরডিসি প্রকল্পের সহযোগিতায় নগর গ্রাহকদের মধ্যে স্থানীয় ধান জাতের ব্যাপারে সচেতনতা এবং প্রাপ্যতা বাড়াতে "আপনার চালকে জানুন" নামে একটি পাইলট প্রকল্প হাতে নিয়েছে চালডাল।
চালডাল দেশের প্রথম অনলাইন গ্রোসারি প্লাটফর্ম যারা প্রতিদিন ঢাকা, চট্টগ্রাম, নারায়ণগঞ্জ এবং যশোর শহরে ১০ হাজারের বেশি পরিবারকে সেবা প্রদান করছে। ২০১৩ সালে যাত্রা শুরু করে চালডাল প্রতি বছর ক্রমবর্ধমান হারে বৃদ্ধি পেয়েছে এবং ২০২০ সালে ৭ লাখেরও বেশি পরিবারকে সেবা প্রদান করেছে।
চালডাল ২০২০ সালের জুন মাস থেকে বাংলাদেশের পল্লী এলাকা বিশেষত দক্ষিণ-পশ্চিমাঞ্চলের কৃষক, আড়তদার এবং চালকল মালিকদের সাথে একটি শক্তিশালী সরবরাহ নেটওয়ার্ক স্থাপনের জন্য "আপনার চালকে জানুন" প্রচার কার্যক্রম শুরু করে। তারা প্রান্তিক পর্যায়ের মালিকদের সরাসরি ই-কমার্স বাজারে প্রবেশের ক্ষেত্রে যেসকল সমস্যার সম্মুখীন হতে হয় তা নির্ধারণ করতে সক্ষম হয় এবং পরবর্তীকালে তাদের নিজস্ব ব্র্যান্ডিং এবং প্যাকেজিং কার্যক্রমকে সহযোগিতা করার জন্য প্রযুক্তিগত সহায়তা প্রদান করা শুরু করে।
এই কর্মসূচির মাধ্যমে চালডাল বাংলাদেশের দক্ষিণাঞ্চল থেকে নগর গ্রাহকদের জন্য আতপ এবং মিনিকেট চাল সংগ্রহ করছে। এছাড়াও, গ্রাহকদের জন্য জন্য বাংলামতি চালকে নতুন করে পরিচয় করিয়েছে, যা দেশের অনলাইন গ্রোসারি বাজারের জন্য প্রথম। গ্রাহকদের মধ্যে এই জাতটি বেশ জনপ্রিয়তা লাভ করেছে, বিশেষত ঢাকা শহরের গ্রাহকদের কাছে এর গ্রহণযোগ্যতা অনেক। চালডাল ইতিমধ্যে ১১৫ মেট্রিক টনের বেশি চাল সংগ্রহ করেছে এই অঞ্চলের বিভিন্ন সরবরাহকারীর কাছ থেকে।
প্রিমিয়াম জাতের চালের চাহিদা বৃদ্ধি চালডালকে স্থানীয়ভাবে উৎপাদিত অন্যান্য শস্যকে জনপ্রিয় করার জন্য আরো নতুন পদক্ষেপ নিতে আগ্রহী করে তুলছে। এই অঞ্চলে উৎপাদিত তরমুজ এবং সবজি সংগ্রহ করার জন্য চালডাল এর সরবরাহ বিভাগ কাজ করে যাচ্ছে।
এই কার্যক্রমে সম্পৃক্ত হওয়ার অভিজ্ঞতা সম্পর্কে জানতে চাওয়া হলে প্রকল্পের নেতৃত্ব দানকারী চালডাল এর সহকারী পরিচালক নারিসা নাশিন বলেন - "স্থানীয় বিষয়াদি প্রচার এবং জনপ্রিয় করার এই কার্যক্রমে অংশ নেয়াটা একটা গর্বের ব্যাপার। সেইসাথে এমন অনেক দেশীয় স্থানীয় পণ্যের ব্যাপারে জানা হয়ে যাচ্ছে যা আমরা আমাদের গ্রাহকদের কাছে উপস্থাপন করতে পারি।"
বিডি প্রতিদিন/ ওয়াসিফ