নিত্যব্যবহার্য ও ভোগ্যপণ্য প্রস্তুতকারী কোম্পানি ইউনিলিভার বাংলাদেশ (ইউবিএল) ঢাকায় তাদের কর্পোরেট অফিসে ইউবিএলের নারী কর্মীদের জন্য হেয়ার সেলুন ‘ইউ হেয়ার সেলুন’ উদ্বোধন করেছে।
ইউনিলিভার বাংলাদেশ’র সিইও ও এমডি জাভেদ আখতার, ইউনিলিভার বাংলাদেশ’র কর্পোরেট অ্যাফেয়ার্স, পার্টনারশিপ অ্যান্ড কমিউনিকেশনস বিভাগের পরিচালক শামিমা আক্তার এবং ইউনিলিভার বাংলাদেশ’র সিনিয়র ক্যাটাগরি হেড শাবিত শফিউল্লাহ সেলুনটির উদ্বোধন করেন।
‘ইউ হেয়ার সেলুন’ এ মানসম্পন্ন অন্যান্য সেলুনের তুলনায় ৫০ শতাংশ কম দামে হেয়ারকাট, হট অয়েল ম্যাসাজ, হেয়ার প্রোটিন ট্রিটমেন্ট, কেরাটিন ট্রিটমেন্টসহ আরও অনেক সেবা গ্রহণের সুযোগ পাবেন কর্মীরা। কর্মীদের ব্যক্তিগত চাহিদা পূরণের এই সেবা প্রদানের জন্য একজন বিশেষজ্ঞ বিউটিশিয়ান নিয়োজিত থাকবেন। ‘ইউ হেয়ার সেলুন’ ইউবিএল’র কর্মীদের শারীরিক, মানসিক, সামাজিক এবং আবেগীয় কল্যাণের জন্য ইউবিএল’র প্রতিশ্রুতি পূরণের চেষ্টা করবে, যাতে তারা কর্মক্ষেত্রে আরও অবদান রাখতে পারে।
বিডি প্রতিদিন/এমআই