আকাশপথে যাত্রীদের জন্য বাই ওয়ান গেট ওয়ান ফ্রি টিকিট দিচ্ছে বেসরকারি এয়ারলাইন্স এয়ার এ্যাস্ট্রা। এজন্য ২০ হাজার আসন উন্মুক্ত করে দিচ্ছে প্রতিষ্ঠানটি। এখন যে কোনও রুটে বাই ওয়ান গেট ওয়ান ভিত্তিতে টিকিট কেনা যাবে।
এই বিশেষ অফারের টিকিট যাত্রীরা কিনতে পারবেন এয়ার এ্যাস্ট্রার ওয়েবসাইট, মোবাইল অ্যাপস এবং সেলস অফিস থেকে। এয়ার এ্যাস্ট্রার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, এয়ার এ্যাস্টার দুই বছর পূর্তির আগেই আইএটিএ মেম্বার এয়ারলাইন হিসেবে স্বীকৃতি পাওয়ার উদযাপন উপলক্ষে যাত্রীদের জন্য একটি অভূতপূর্ব অফার দেওয়া হয়েছে।
অফারটি পেতে সর্বনিম্ন দুজন যাত্রীকে একসঙ্গে টিকিট কিনতে হবে। একটি কিনলে একটি ফ্রি অফারে যাত্রীরা টিকিট কিনতে পারবেন ১৫ নভেম্বর থেকে আগামী ৩০ নভেম্বর পর্যন্ত এবং ভ্রমণ করতে পারবেন ২৮ ফেব্রুয়ারি ২০২৫ পর্যন্ত।
বিডি-প্রতিদিন/আব্দুল্লাহ