নাটোরে এইচএসসি ও সমমান পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা দিল আমজাদ খান চৌধুরী নার্সিং কলেজ। শনিবার নাটোরের চাঁদপুরে আমজাদ খান চৌধুরী নার্সিং কলেজ মাঠে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।
সংবর্ধনা অনুষ্ঠানে অংশ নিতে নাটোর এলাকার শতাধিকের বেশি কৃতি শিক্ষার্থী নিবন্ধন করেন। আমজাদ খান চৌধুরী নার্সিং কলেজের চেয়ারম্যান ও প্রাণ-আরএফএল গ্রুপের পরিচালক (কর্পোরেট ফাইন্যান্স) উজমা চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলার সিভিল সার্জন ডা. মোহাম্মদ মুক্তাদির আরেফিন। নার্সিং কলেজের অধ্যক্ষ রেহেনা খাতুন এসময় উপস্থিত ছিলেন।
স্বাস্থ্য খাতে রাজশাহী ও নাটোর এলাকায় অবদান রাখতে ২০১৬ সালে নাটোরে ৫০ শয্যা বিশিষ্ট একটি হাসপাতাল চালু করে শিল্পগ্রুপ প্রাণ-আরএফএল। এরই ধারাবাহিকতায় পরবর্তীতে সেখানে নার্সিং কলেজ চালু করা হয়।
বিডি প্রতিদিন/এমআই