দেশের অনলাইন কেনাকাটার জনপ্রিয় মাধ্যম ‘অথবা ডটকম’-এর নবম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ক্রেতাদের জন্য নিয়ে এসেছে ‘গ্র্যান্ড শপিং ফেস্টিভাল-৯’ ক্যাম্পেইন। ক্যাম্পেইনে ক্রেতারা পাচ্ছেন লাখেরও অধিক পণ্যের উপর সর্বোচ্চ ৮৯ শতাংশ ডিসকাউন্ট।
বৃহস্পতিবার ‘অথবা ডটকম’-এর প্রধান কার্যালয়ে এক অনুষ্ঠানের মাধ্যমে ৯ দিন ব্যাপী ক্যাম্পেইনটির উদ্বোধন করেন প্রাণ গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক ইলিয়াছ মৃধা।
অথবা ডটকম-এর হেড অব বিজনেস মোহাম্মদ তানবীর হোসেন বলেন ‘অথবা ডটকম’-এর ‘গ্র্যান্ড শপিং ফেস্টিভাল-৯’ ক্যাম্পেইনে রয়েছে ৯ টাকায় পণ্য, অথবা জাদুর বাক্স, বোগো অফার ও ফ্রি হোম ডেলিভারি সুবিধা। এছাড়া যেকোনো ব্যাংকের ভিসা, মাস্টার ও অ্যামেক্স কার্ডে পেমেন্টে ১০ শতাংশ পর্যন্ত ডিসকাউন্ট। আরও থাকছে নগদ ও বিকাশ পেমেন্টে ১০ শতাংশ পর্যন্ত ক্যাশব্যাকে কেনাকাটার সুযোগ।
তিনি আরো বলেন, ক্রেতারা ‘অথবা ডটকম’ এর সাইটে গিয়ে হাউজহোল্ড, ফার্নিচার, ইলেকট্রনিকস পণ্য, বাইসাইকেল, টয়েজ, পোশাক, স্মার্টফোন, ঘড়ি, গিফট আইটেম ও ভোগ্যপণ্যসহ বিভিন্ন ধরণের পছন্দের পণ্য ক্রয়ে পাবেন ৮৯ শতাংশ পর্যন্ত মূল্যছাড়। ৬ ডিসেম্বর পর্যন্ত এ অফারগুলো চলবে”।
বিডি প্রতিদিন/নাজমুল