কর্পোরেট সেক্টরে অসাধারণ অবদান রাখার জন্য ‘বাংলাদেশ সি-স্যুট অ্যাওয়ার্ডস’ অর্জন করেছে দেশের অন্যতম শিল্প প্রতিষ্ঠান প্রাণ-আরএফএল গ্রুপের চেয়ারম্যান ও প্রধান নির্বাহী আহসান খান চৌধুরী। বর্ষসেরা প্রধান নির্বাহী ক্যাটাগরিতে (এফএমসিজি) পদক পান তিনি।
গত বৃহস্পতিবার রাজধানীর হোটেল লা মেরিডিয়ানে বাংলাদেশ ব্র্যান্ড ফোরামের আয়োজনে তৃতীয়বারের মতো বাংলাদেশ সি-স্যুট অ্যাওয়ার্ডস ২০২৪’ অনুষ্ঠিত হয়। এসময় আহসান খান চৌধুরী ছাড়াও আরএফএল গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক আরএন পাল বর্ষসেরা ব্যবস্থাপনা পরিচালক ক্যাটাগরিতে (বাৎসরিক ১০০০ কোটি টাকা রেভিনিউ) পুরস্কার গ্রহণ করেন।
এবার ২৪টি ক্যাটাগরিতে দেশের ২২ জন শীর্ষ কর্পোরেট ব্যক্তিত্বকে এ অ্যাওয়ার্ড প্রদান করা হয়। অনুষ্ঠানে প্রায় সাড়ে তিনশো ব্যবসায়ী, বিশেষজ্ঞ ও পেশাদার ব্যক্তিত্বরা অংশ নেন।
এ স্বীকৃতির জন্য বাংলাদেশ ব্র্যান্ড ফোরামকে ধন্যবাদ জানান আহসান খান চৌধুরী। তিনি বলেন, “আমরা বাংলাদেশ সি-স্যুট অ্যাওয়ার্ডস পেয়ে আনন্দিত ও সম্মানিত বোধ করছি। এ স্বীকৃতি আমাদেরকে আরও দায়িত্বশীল হতে অনুপ্রাণিত করবে। আগামীতে প্রাণ-আরএফএল গ্রুপকে এগিয়ে নিতে আমাদের এক লাখ ৪৫ হাজারের পরিবার একসাথে কাজ করব”।
বিডি প্রতিদিন/জুনাইদ