বেশ কিছু পরিবর্তন আনতে চলেছে ক্যসপারস্কি। এরইমধ্যে ২০২৫ সালের সাইবার নিরাপত্তা খাতে গুরুত্বপূর্ণ কয়েকটি পূর্বাভাস প্রকাশ করেছে ক্যাসপারস্কি। আগামী বছর কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই), আইওএস এবং অ্যান্ড্রয়েড প্ল্যাটফর্ম দৈনন্দিন জীবনের অপরিহার্য উপাদান হয়ে উঠবে বলে আশা প্রকাশ করেছে ক্যাসপারস্কির সিকিউরিটি বুলেটিন। তবে, অত্যাধুনিক ডিপফেকের মতো চ্যালেঞ্জের বিষয়েও এড়ানো যাচ্ছে না।
সাইবার অপরাধীরা বড় গেম বা সিনেমার রিলিজকে কেন্দ্র করে ফিশিং ও ভুয়া প্রি-অর্ডারের মাধ্যমে প্রতারণা করবে বলে ধারণা করা হচ্ছে। এছাড়াও, এআই টুলসগুলো রাজনৈতিক মেরুকরণ এবং বিশ্বব্যাপী সাইবার বুলিং বাড়িয়ে তুলতে পারে। সাবস্ক্রিপশন-ভিত্তিক পরিষেবার ক্রমবর্ধমান জনপ্রিয়তার কারণে ভুয়া প্রমোশন এবং নকল প্ল্যাটফর্মের মাধ্যমে তথ্য চুরি ও ম্যালওয়্যারের ঝুঁকি বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা রয়েছে।
সেই দিকগুলো বিবেচনায় নিয়েই বিপজ্জনক সাইট, ম্যালওয়্যার এবং ট্র্যাকিং ব্লক করতে ক্যাসপারস্কি প্রিমিয়াম-এর মতো নিরাপদ ব্রাউজিং ফিচার চালু করার পরামর্শ দিয়েছেন ক্যাসপারস্কির বিশেষজ্ঞরা। সামাজিক যোগাযোগ মাধ্যমের গোপনীয়তা সেটিংস এবং ব্যক্তিগত অ্যাকাউন্টগুলো সুরক্ষিত করতে প্রাইভেসি চেকার-এর মত সার্ভিস ব্যবহার করার কথা বলছেন তারা । তারা বলছেন, পাবলিক ওয়াই-ফাই এড়িয়ে চলুন এবং অনলাইন ক্রিয়াকলাপ এনক্রিপ্ট করতে একটি নির্ভরযোগ্য ভিপিএন ব্যবহার করুন। সেই সঙ্গে অ্যাপল অ্যাপ স্টোর বা গুগল প্লে এর মতো অফিসিয়াল স্টোর থেকে অ্যাপ্লিকেশন ডাউনলোড করুন এবং মেলিশিয়াস অ্যাপস ও অ্যাডওয়্যার শনাক্ত করতে বিশ্বস্ত সিকিউরিটি সলিউশন ব্যবহার করার কথা বলা হচ্ছে। সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে স্মার্ট ডিভাইসের তথ্য, যেমন- সিরিয়াল নাম্বার বা আইপি নাম্বার শেয়ার করা থেকে বিরত থাকার বিষয়ে সতর্ক করা হয়েছে। আর শক্তিশালী পাসওয়ার্ড ব্যবহার এবং আরও সুরক্ষার জন্য ক্যাসপারস্কি পাসওয়ার্ড ম্যানেজার-এর মতো টুলস ব্যবহার বিষয়ে সতর্ক করা হয়েছে।
বিডি প্রতিদিন/নাজমুল