বিজিএমইএ ইউনিভার্সিটি অব ফ্যাশন অ্যান্ড টেকনোলজি (বিইউএফটি) এর সোশ্যাল ওয়েলফেয়ার ক্লাব সম্প্রতি বাংলাদেশের উত্তরাঞ্চলীয় ঠাকুরগাঁও সদর উপজেলার দেবিপুরে শীতবস্ত্র বিতরণ করে। সমাজের সুবিধাবঞ্চিত মানুষের সাহায্যে এই উদ্যোগটি বিইউএফটির বোর্ড অব ট্রাস্টিজ, ছাত্র-ছাত্রী, শিক্ষক-শিক্ষিকা এবং প্রশাসনিক স্টাফদের দ্বারা সংগৃহীত তহবিলের মাধ্যমে সম্ভব হয়েছে।
প্রায় ৭,০০০ মানুষের মাঝে কম্বল, জ্যাকেট এবং সোয়েটার বিতরণ করেন বিইউএফটি বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান জনাব ফারুক হাসান, ভারপ্রাপ্ত উপাচার্য ও উপ-উপাচার্য অধ্যাপক ড. ইঞ্জিনিয়ার আইয়ুব নবী খান, অ্যাপারেল স্টাডিজ বিভাগের ডিন অধ্যাপক ড. ইঞ্জিনিয়ার মোহাম্মদ রুবাইয়াত চৌধুরী, পরিকল্পনা ও উন্নয়ন বিভাগের পরিচালক মো. মজিবুর রহমান এবং অন্যান্য স্থানীয় বিশিষ্ট ব্যক্তিবর্গ। সোশ্যাল ওয়েলফেয়ার ক্লাবের সভাপতি মো. শিহাবুর রহমান ও ক্লাবের সদস্যরা আয়োজন বাস্তবায়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন।
বিডি প্রতিদিন/এএম