জেসিএক্স ডেভেলপমেন্টস লিমিটেডের বার্ষিক সাধারণ সভা (এজিএম) ও অ্যানুয়াল রিওয়াড প্রোগ্রাম অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৫ জানুয়ারি) রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকায় জেসিএক্স বিজনেস টাওয়ারে এ আয়োজন করা হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেসিএক্স গ্রুপের চেয়ারম্যান ও জেসিএক্স ডেভেলপমেন্টস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ইকবাল হোসেন চৌধুরী।
এসময় উপস্থিত ছিলেন- প্রতিষ্ঠানটির পরিচালক সিদ্দিকুর রহমান, এম মুহিত হাসান, আসিফ মাহমুদ চৌধুরী, মির্জা গোলাম রহমান, প্রধান পরিচালন কর্মকর্তা কর্নেল (অব:) এবিএম মিজানুর রহমানসহ জেসিএক্স গোল্ড অ্যান্ড ডায়মন্ড, জেসিএক্স শিপিং, জেসিএক্স ডিজাইন অ্যান্ড ইন্টেরিয়র ও জেসিএক্স হসপিটালিটি ইন্ডাস্ট্রির ঊর্ধ্বতন কর্মকর্তাগণ।
সভায় নতুন বছরে বিক্রির লক্ষ্যমাত্রা নির্ধারণ হয়। গ্রাহক সন্তুষ্টিতে নতুন নতুন প্রকল্প গ্রহণ ও বাস্তবায়ন করে সঠিক সময়ে ক্রেতাদের কাছে হস্তান্তর করার বিষয়টি উঠে আসে। বর্তমানে বসুন্ধরা আবাসিক এলাকা ও জলসিড়ি আবাসন প্রকল্প, নিকেতন ও উত্তরায় ৬৫টির বেশি প্রকল্প বাস্তবায়ন করছে জেসিএক্স ডেভেলপমেন্টস লিমিটেড।
বিডি প্রতিদিন/মুসা