স্কয়ার টয়লেট্রিজ লিমিটেডের ফ্যামিলি স্পোর্টস ডে ২০২৫ অনুষ্ঠিত হয়েছে। গত শুক্রবার নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ের মনোরম সামারা ভিলেজে এই মিলনমেলা অনুষ্ঠিত হয়।
আনন্দঘন আয়োজনে রূপসী প্ল্যান্ট, আধুরিয়া ডিপো এবং ঢাকা অফিসের কর্মকর্তা ও তাদের পরিবারের সদস্যরা একত্রিত হয়ে দিনটি উপভোগ করেন। উৎসবটি কর্মস্থলের ব্যস্ততা থেকে সাময়িক বিরতি এনে সকলের মধ্যে পারস্পরিক যোগাযোগ, সম্প্রীতি ও আনন্দ ভাগাভাগি করার একটি দারুণ সুযোগ তৈরি করে।
প্রাকৃতিক পরিবেশে ঘেরা সামারা ভিলেজের পরিবেশ এই অনুষ্ঠানের আনন্দকে আরও বাড়িয়ে তোলে। কর্মকর্তারা তাদের পরিবারের সদস্যদের নিয়ে আয়োজিত বিভিন্ন কার্যক্রমে অংশগ্রহণ করে দিনটিকে করে তোলেন আরও প্রাণবন্ত।
বিডি প্রতিদিন/এমআই