দেশের অন্যতম জনপ্রিয় ইলেকট্রনিক্স ব্র্যান্ড মিনিস্টার এবার ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলায় নিয়ে এসেছে চমকপ্রদ "কোটিপতি হোন" অফার। এই অফারের আওতায় মেলা কিংবা দেশের যেকোনো মিনিস্টার বিক্রয় কেন্দ্র থেকে মিনিস্টার ফ্রিজ, এসি, টিভি, ওয়াশিং মেশিন ও মাইক্রোওয়েভ ওভেন কিনলেই ক্রেতারা পাচ্ছেন আকর্ষণীয় স্ক্র্যাচ কার্ড। স্ক্র্যাচ কার্ডে লুকিয়ে আছে কোটিপতি কিংবা লাখপতি হওয়ার সুযোগসহ নানান চমক।
অফারে যা থাকছে: একটির সাথে আরেকটি ফ্রি, গিফট বক্স, বিশাল ডিসকাউন্টসহ নিশ্চিত উপহার। আকর্ষণীয় এই অফারগুলো পেতে সপ্তাহের ছুটির দিনসহ অন্যান্য দিনেও মিনিস্টার প্যাভিলিয়নে ক্রেতাদের উপচে পড়া ভিড় দেখা যাচ্ছে
বিশেষ মূল্যছাড় অফার
মিনিস্টার ৩২ ইঞ্চি স্মার্ট অ্যান্ড্রয়েড এলইডি টিভি এখন মাত্র ১৭,৯০০ টাকা, সাথে আকাশ ডিটিএইচ ফ্রি।
মিনিস্টার ৩ লিটার রাইস কুকার মাত্র ৩,০৯০ টাকা, সাথে ১,০০০ টাকার গিফট বক্স ফ্রি।
মিনিস্টার ২.৮ লিটার রাইস কুকার মাত্র ২,৬৯০ টাকা, সাথে ১,০০০ টাকার গিফট বক্স ফ্রি।
এই অফারে ইতোমধ্যে বেশ কয়েকজন ভাগ্যবান ক্রেতা লাখপতি হয়েছেন, অনেকেই জিতেছেন লক্ষ লক্ষ টাকার উপহার। আশা করা হচ্ছে, খুব শীঘ্রই প্রথম কোটিপতিরও দেখা মিলবে। মিনিস্টারের এক্সক্লুসিভ এই অফার সকল ক্রেতাদের কাছ থেকে দারুণ সাড়া পাচ্ছে।
কোথায় পাবেন এই অফার?
ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলার মিনিস্টার প্যাভিলিয়ন (প্যাভিলিয়ন নং: PS:37, GS: 38 & 39, Hall - A)-এ গিয়ে এই অফার উপভোগ করতে পারেন। এছাড়াও দেশের যেকোনো মিনিস্টার বিক্রয় কেন্দ্রেও পাওয়া যাচ্ছে এই অফার।
আরও তথ্যের জন্য:
সর্বশেষ অফার বা বিস্তারিত জানতে ভিজিট করুন মিনিস্টার ওয়েবসাইট অথবা যোগাযোগ করুন হটলাইনে: 09606 700 700 / ০৯৬০৬ ৭০০ ৭০০।
বিডি প্রতিদিন/আশিক