দেশের জনপ্রিয় ডিটারজেন্ট ব্র্যান্ড সার্ফ এক্সেল শিশুদের সার্বিক বিকাশ নিশ্চিত করতে নতুন একটি উদ্যোগ শুরু করেছে। ‘এক্সেল চ্যাম্পস’ নামের এই উদ্যোগের মাধ্যমে শিশুদের শারীরিক, মানসিক, সৃজনশীল এবং সামাজিক দক্ষতা বৃদ্ধিতে সহায়তা করা হবে।
দ্য ওয়েস্টিন ঢাকায় আয়োজিত এক অনুষ্ঠানে এই উদ্যোগের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।
বর্তমানে অনেক শিশুই স্ক্রিনের দিকে মন দিয়ে থাকেন। ফলে তাদের শারীরিক ও মানসিক বিকাশ বাধাগ্রস্ত হচ্ছে। সার্ফ এক্সেলের এই উদ্যোগের লক্ষ্য হলো শিশুদেরকে খেলাধুলার দিকে আকৃষ্ট করা এবং তাদের মধ্যে সহনশীলতা, সমস্যা সমাধানের দক্ষতা এবং সৃজনশীলতা গড়ে তোলা।
এক্সেল চ্যাম্পস প্রতিযোগিতা
এক্সেল চ্যাম্পস একটি আন্তঃবিদ্যালয় প্রতিযোগিতা হিসেবে আয়োজিত হবে, যেখানে তৃতীয় থেকে পঞ্চম শ্রেণির শিক্ষার্থীরা অংশগ্রহণ করতে পারবে। এই প্রতিযোগিতার মাধ্যমে শিশুদের খেলাধুলার মাধ্যমে যেসব পরিবর্তন আসে তা তুলে ধরা হবে।
ইউনিলিভার বাংলাদেশ লিমিটেড-এর হোম কেয়ার বিভাগের মার্কেটিং ডিরেক্টর নূরুল মনোয়ার বলেন, "আমরা চাই শিশুরা শুধু পড়াশোনায় নয়, জীবনের বিভিন্ন চ্যালেঞ্জ মোকাবিলাতেও দক্ষ হয়ে উঠুক। এক্সেল চ্যাম্পস আমাদের সেই প্রতিশ্রুতিরই প্রতিফলন, যা কার্যকর কিন্তু সহজ খেলাধুলার মাধ্যমে শিশুদের সার্বিক বিকাশে সহায়তা করবে।"
বিডি প্রতিদিন/আশিক