ময়মনসিংহের ত্রিশালে পারিবারিক কলহের জের ধরে পিঠা বিক্রেতা স্ত্রীকে গলাটিপে হত্যা করেছে স্বামী।
গতকাল দিবাগত রাতে পারিবারিক কলহের জের ধরে ত্রিশাল পৌর এলাকার দরিরামপুর গ্রামের স্ত্রী জরিনা খাতুনকে (৪৫) তার স্বামী আবদুল মোতালেব (৫০) গলাটিপে হত্যা করে বলে পুলিশ জানায়।
পুলিশ আরও জানায়, ত্রিশাল থানা পুলিশ নিহতের লাশ উদ্ধার করেছে এবং স্বামী আবদুল মোতালেবকে গ্রেপ্তার করেছে। আবদুল মোতালেব ত্রিশালের চিকনা গ্রামের বাসিন্দা। বিবাহ সূত্রে দরিরামপুর শ্বশুরবাড়িতে থাকতেন। তাদের দুই ছেলে এক মেয়ে সন্তান রয়েছে। এ ব্যাপারে নিহতের ভাই সাইফুল ইসলাম বাদী হয়ে একটি মামলা করেছেন।