কুষ্টিয়ার দৌলতপুর সীমান্ত দিয়ে বাংলাদেশে অনুপ্রবেশের দায়ে তিন ভারতীয় চোরাকারবারিকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ-বিজিবি। তাদের কাছ থেকে ৬৯ বোতল ফেনসিডিল জব্দ করা হয়। এছাড়া পৃথক দুটি অভিযানে মালিকবিহীন অবস্থায় পাওয়া গেছে ১৪ কেজি গাঁজা ও ৪৮৫ পিস ইয়াবা। গতকাল প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য নিশ্চিত করেন কুষ্টিয়ার বিজিবি-৪৭ ব্যাটালিয়ন অধিনায়ক লে. কর্নেল মাহাবুব মুর্শেদ রহমান।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, শুক্রবার সকালে দৌলতপুর উপজেলার ৮৪/২ সীমান্ত পিলার-সংলগ্ন ডিগ্রিরচর এলাকায় মহেশ উদ্দিন মণ্ডলের ছেলে নিজাম মণ্ডলের বাড়িতে অভিযান চালানো হয়। অভিযানে ভারতের মুর্শিদাবাদের বাসিন্দা জুয়েল মণ্ডল, রাকিবুল মণ্ডল ও বাপন মণ্ডলকে ৬৯ বোতল ফেনসিডিলসহ আটক করা হয়।
জব্দ মাদকদ্রব্য ধ্বংসের জন্য রাখা হয়েছে ব্যাটালিয়নের সদর দপ্তরে।