দিনাজপুরের বিরলে এক ব্যক্তির মৃত্যু নিয়ে নানা জল্পনা কল্পনা চলছে। ওই ব্যক্তিকে বাড়ি থেকে ডেকে নেওয়ার ৩ ঘণ্টা পর পরিবারকে অসুস্থতার খবর দেওয়া হয়। এরপর হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। মৃতের নাম ভাবেশ চন্দ্র রায় (৫৮)। ওসি আবদুস ছবুর জানান, ময়নাতদন্ত রিপোর্ট পেলে প্রকৃত ঘটনা জানা যাবে। আইনি কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।