বিশ্বনাথে ছাত্রী অপহরণ করে ধর্ষণের অভিযোগে এক শিক্ষককে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল দুপুরে তাকে সিলেট আদালতে পাঠানো হয়েছে। বৃহস্পতিবার রাতে ছাত্রীর বাবা মামলা করার পর নিজ বাড়ি থেকে ওই শিক্ষককে গ্রেপ্তার করা হয়। ধর্ষণের ঘটনাটি ঘটে গত বুধবার উপজেলার দশঘর ইউনিয়নে। পুলিশ ও ভিকটিমের পরিবার সূত্র জানায়, মেয়েটি স্থানীয় মাদরাসার শিক্ষার্থী। গত রমজানে কোরআন পড়া শিক্ষতে একটি মসজিদে ভর্তি হয়। সেই সুবাদে ওই শিক্ষা কেন্দ্রের শিক্ষকের সঙ্গে তার পরিচয়। ঘটনার দিন মেয়েটি মাদরাসায় যাওয়ার পথে তাকে জোরপূর্বক তুলে নেন অভিযুক্ত শিক্ষক। সিলেট শহরের একটি বাসায় নিয়ে তাকে ধর্ষণ করেন। পরদিন রাতে থানায় মামলা করেন ছাত্রীর বাবা।