নারায়ণগঞ্জের ফতুল্লায় তুচ্ছ ঘটনায় পাভেল (৩০) নামে এক যুবককে গুলি করে হত্যায় জুবায়ের আহমেদ (২৮) নামে একজনকে গ্রেপ্তার করেছে র্যাব-১১। গতকাল বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছেন র্যাব-১১ -এর অপস অফিসার মো. গোলাম মোর্শেদ। বৃহস্পতিবার সন্ধ্যায় নবীগঞ্জ ঘাট এলাকা থেকে জুবায়েরকে গ্রেপ্তার করা হয়। জুবায়ের বন্দর উপজেলার নবীগঞ্জ এলাকার জুয়েলের ছেলে।
র্যাব জানায়, চলতি বছরের ৩১ মার্চ ভোরে ফতুল্লার পঞ্চবটি-মুক্তারপুর রোডের কাশিপুর এলাকার লায়ন চক্ষু হাসপাতালের পাশে গুলিতে গুরুত্বর আহত হন পাভেল। পরে তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসাধীন অবস্থায় বিকেল ৩টার দিকে তার মৃত্যু হয়।