গাজীপুর সিটি করপোরেশনের গাছা থানার হারিকেন কারখানা এলাকায় বিস্ফোরণে দগ্ধ পোশাকশ্রমিক হারিস মিয়া (৫০) মারা গেছেন। গতকাল ভোর সাড়ে ৪টার দিকে জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের নিবিড় পরিচর্যা কেন্দ্রে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
গাজীপুর মেট্রোপলিটন পুলিশের (জিএমপি) গাছা থানার ওসি আলী মোহাম্মদ রাশেদ হারিসের মৃত্যুর খবরের সত্যতা নিশ্চিত করেছেন।