নেত্রকোনা সদর পৌরসভার ৩নং ওয়ার্ডে নির্বাচন পরাজিত ২ কাউন্সিলর প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষের ঘটনায় ৬ জন আহত হয়েছেন। আজ বৃহস্পতিবার সকালে শহরের মঈনপুর এলাকায় এ ঘটনা ঘটে।
পুলিশ প্রত্যক্ষদর্শী ও আহতরা জানান, সকাল সাড়ে ১০টার দিকে শামীম রেজা সরল টেবিল ল্যাম্প প্রতীকের সমর্থক ও আতাউর রহমান তারা গাজর প্রতীকের সমর্থকদের মাঝে ভোট দেয়া না দেয়াকে কেন্দ্র করে কথাকাটাকাটি হয়। এরই জের ধরে দুই পক্ষের সমর্থকদের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। এসময় ধাওয়া পাল্টা ধাওয়া সংঘর্ষে রূপ নিলে টেবিল ল্যাম্প প্রতীকের সমর্থক কমপক্ষে ৬ জন গুরতর আহত হন। গুরতর আহত আলিমুল্লাহ, জুয়েল, আয়শা, রবিন, সুষমাকে স্থানীয়রা নেত্রকোনা আধুনিক সদর হাসপাতালে ভর্তি করে।
এ ব্যাপারে নেত্রকোনা মডেল থানার ওসি মাছুদুল আলম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন পরাজিত দুই কাউন্সিলর প্রার্থীর সমর্থকদের মাঝে এ সংঘর্ষ হয়েছে। এতে আহত ৬ জনকে হাসপাতালে পাঠানো হয়েছে।
বিডি-প্রতিদিন/ ৩১ ডিসেম্বর, ২০১৫/ রশিদা