ঝিনাইদহ জেলা কারাগারের ইছাহক আলী সরদার (৬২) নামে এক কয়েদির মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার সকাল সাড়ে ৮টার দিকে তিনি অসুস্থ্য হয়ে পড়লে তাকে সদর হাসপাতালে আনার পর কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন।
চেক জালিয়াতির মামলায় ইছহাকের দুই বছরের সাজা হয়। তার বাড়ি ঝিনাইদহ শহরের পাগলাকানাই এলাকায়।
কারাগার সূত্রে জানা যায়, সকালে ৮টার দিকে গোসল করার সময় কয়েদি ইছাহক আলী সরদার অসুস্থ হয়ে পড়েন। এ সময় তাকে ঝিনাইদহ সদর হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত ডাক্তার শাহ্ আলম প্রিন্স মৃত ঘোষণা করেন।
ঝিনাইদহ জেল সুপার গোলাম হোসেন জানান, ইছাহক আলী সরদার চেক জালিয়াতির তিনটি মামলায় ১২ মার্চ তার ৬ মাস, ২৩ মার্চ ৬ মাস ও ১৬ ডিসেম্বর ১ বছরের সাজার আদেশ দেন আদালত।
বিডি-প্রতিদিন/ ৩১ ডিসেম্বর, ২০১৫/ রশিদা