পঞ্চগড়ের বিলুপ্ত গারাতী ছিটমহলে বিদ্যুৎ সংযোগের উদ্বোধন করা হয়েছে।
আজ বৃহস্পতিবার বিকেলে এই ছিটমহলে সদ্য প্রতিষ্ঠিত বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমান কামিল মাদ্রাসা মাঠে উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
জানা গেছে আড়াইকোটি টাকা ব্যায়ের এই প্রকল্পে ৩৯ টি পরিবারের প্রায় অর্ধসহস্রাধিক বিলুপ্ত ছিটমহলের গ্রাহক এই বিদ্যুৎ সংযোগ পেলেন। সুইস টিপে বিদ্যুৎ সংযোগের উদ্বোধন করেন পঞ্চগড় ১ আসনের সাংসদ নাজমুল হক প্রধান।
এসময় ঠাকুরগাও পল্লি বিদ্যুৎ সমিতির জেনারেল ম্যানেজার খালেকুজ্জামান, সদর উপজেলা চেয়ারম্যান আনোয়ার সাদাত সম্রাটসহ ছিটমহলবাসীরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিলুপ্ত ছিটমহল উন্নয়ন কমিটির (নীলফামারী-পঞ্চগড়) সভাপতি মফিজার রহমান।
বিডি-প্রতিদিন/ ৩১ ডিসেম্বর ১৫/ সালাহ উদ্দীন