বাগেরহাটের মোরেলগঞ্জে সেলিম হাওলাদার নামে এক আওয়ামী লীগ নেতাকে পিটিয়ে ও কুপিয়ে গুরুতর জখম করেছে যুবলীগের নেতাকর্মীরা। এ সময় তার দু'চোখ উপড়ে ফেলার চেষ্টা করা হয় বলে অভিযোগ ভুক্তভোগীর পরিবারের। আজ বৃহস্পতিবার সকাল ১০টার দিকে জিউধরা ইউনিয়নের লক্ষীখালী বাজারে এ ঘটনা ঘটে।
থানা পুলিশ ও স্থানীয়রা জানান, হাকিম হাওলাদারের ছেলে ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি ও ডিপো ব্যবসায়ী সেলিম হাওলাদারের (৫০) ওপর হামলা করে স্থানীয় যুবলীগের কর্মীরা। তারা পিটিয়ে সেলিমের ডান পা ভেঙে ফেলে এবং দু'চোখ উপড়ে ফেলার চেষ্টা করে। খবর পেয়ে সেলিমের স্বজনেরা পুলিশের সহযোগিতায় তাকে উদ্ধার করে প্রথমে মংলা ও পরে খুলনা মেডিকল কলেজ হাসপাতালে নিয়ে ভর্তি করে।
এ ঘটনায় আজ সন্ধ্যা ৭টায় থানায় অভিযোগ দায়ের করেছেন সেলিমের স্ত্রী মর্জিনা বেগম। অভিযোগে জিউধরা ইউনিয়ন যুবলীগের সাবেক সভাপতি হাসিবুর রহমান শান্তকে প্রধান আসামি করা হয়েছে। থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং এই হামলার সাথে জড়িত সন্দেহে মোতালেব শেখ নামে এক আওয়ামী লীগ কর্মীকে আটক করেছে।
এ বিষয়ে থানার ওসি মো. রাশেদুল আলম বলেন, ঘটনাস্থলে পুলিশ অবস্থান করছে এবং মামলার প্রস্তুতি চলছে। পূর্ব শত্রুতা, দলীয় গ্রুপিং ও বুধবার অনুষ্ঠিত মোরেলগঞ্জ পৌরসভা নির্বাচনের জের ধরে এই হামলার ঘটনা ঘটেছে বলে জানা গেছে।
বিডি-প্রতিদিন/৩১ ডিসেম্বর ২০১৫/ এস আহমেদ