শীতকে উপেক্ষা করে বছরের প্রথম দিনের সকালে নতুন বই হাতে পেয়ে উৎসবে মাতোয়ারা বিভিন্ন স্কুলের শিক্ষার্থীরা। আনন্দ আর উল্লাসে বিনা মুল্যে বই নিয়ে বাড়ি ফিরে শিক্ষার্থীরা।
১ জানুয়ারি রাবিবার দিনাজপুর জিলা স্কুলে বই উৎসবের উদ্বোধন করেন জেলা প্রশাসক মীর খায়রুল ইসলাম। দিনাজপুর একাডেমী হাই স্কুলে বই বিতরণ উদ্বোধন করেন দিনাজপুর শিক্ষা বোর্ড চেয়ারম্যান প্রফেসর আহমদ হোসেন। সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে বই উৎসবের উদ্বোধন করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক চন্দ্র শেখর ভট্টচার্য। উদ্বোধনী অনুষ্ঠান শেষে শিক্ষার্থীদের হাতে বই তুলে দেন।
দিনাজপুরের স্কুল ক্যাম্পাস গুলো ঘুরে দেখা গেছে, সদরের হামজাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষিকা তাজাল্লা মাহমুদ প্রতি শ্রেণির শিক্ষার্থীদের মাঝে বই বিতরণ করেন। এভাবে দিনাজপুরের চেরাডাঙ্গি উচ্চ বিদ্যালয়, কেবিএম কলেজিয়েট হাই স্কুল, মহব্বতপুর দাখিল মাদরাসাসহ শহর ও গ্রামের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে উৎসবমূখর পরিবেশে বই বিতরণ করা হয়েছে।
দিনাজপুর শহরের কালেক্টরেট স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ রাহিনূর ইসলাম সিদ্দিকি জানান, উৎসব মূখর ভাবে জাতীয় বই বিতরণ উৎসবের সাথে একাত্ম হয়ে স্কুল ক্যাম্পাসে বই বিতরণ করা হয়েছে। রঙ্গিন কভারের বইগুলো পেয়ে শিক্ষার্থীরা উচ্ছাস প্রকাশ করেছেন বলেও জানান কালেক্টরেট স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ।
পার্বতীপুরে উপজেলার ২০৪টি সরকারী প্রাথমিক বিদ্যালয়ে ২ লাখ ৫০ হাজার ৮৫ বই ও নিন্ম মাধ্যমিক, মাধ্যমিক মিলে ৭২ এবং ৩৯ মাদ্রাসায় সিলেবাস অনুযায়ী প্রায় ৫ লাখ ছাত্র-ছাত্রীদের হাতে পাঠ্যবই তুলে দেন বিদ্যালয়ের প্রধানগণ। এভাবে বিভিন্ন উপজেলার বিভিন্ন স্কুলে বই উৎসব পালিত হয়।