চুয়াডাঙ্গায় বেসরকারী কলেজ জাতীয়করণ ইস্যুতে মানববন্ধন করেছে চুয়াডাঙ্গা সরকারি কলেজ ইউনিটের বিসিএস সাধারণ শিক্ষক সমিতি।
বুধবার বেলা ১১টা থেকে ১২টা পর্যন্ত জেলার কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে প্রধানমন্ত্রীর অনুশাসন ও জাতীয় শিক্ষানীতি ২০১০ এর নীতিমালা অনুযায়ী বিধিমালা প্রনয়নের দাবি জানানো হয়। মানববন্ধনে বক্তব্য রাখেন চুয়াডাঙ্গা সরকারি কলেজের অধ্যক্ষ মো. কামরুজ্জামন।
বিডি প্রতিদিন/৪ জানুয়ারি ২০১৭/হিমেল