দ্বিতীয় দিনের মত সিরাজগঞ্জে রেলওয়ের অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান চলেছে। আজ বুধবার সকালে সিরাজগঞ্জ বাজার রেলওয়ে স্টেশন এলাকায় পশ্চিমাঞ্চল রেলওয়ে বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তাদের উপস্থিতিতে এ উচ্ছেদ অভিযান চালায়।
এর আগে মঙ্গলবার সকাল থেকে উচ্ছেদ অভিযান শুরু করে গভীর রাত পর্যন্ত অভিযান পরিচালনা করা হয়।
সিরাজগঞ্জ রেলওয়ের উপ-সহকারী প্রকৌশলী (কার্য) আসাদুজ্জামান জানান, সিরাজগঞ্জ বাজার রেলওয়ে স্টেশন এলাকায় ট্রেনের ইঞ্জিন ঘোরানোর জন্য লুপ লাইন নির্মাণের জন্য অনেক জায়গা প্রয়োজন। এ কারণে লাইনের পাশের সকল অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হচ্ছে।
তিনি আরও বলেন, আপাতত লুপ লাইন নির্মাণের জন্য যতটুকু জায়গা প্রয়োজন ততটুকুই উচ্ছেদ করা হবে। পরবর্তীতে রেলওয়ে বিভাগের সকল অবৈধ স্থানই দখলমুক্ত করা হবে।
এর আগে ১ ও ২ জানুয়ারি পর পর দুদিন সদ্য নির্মিত লুপ লাইনে ঘোরানোর সময় একই স্থানে সিরাজগঞ্জ এক্সপ্রেস এবং রাজশাহী এক্সপ্রেস ট্রেনের ইঞ্জিন লাইনচ্যুত হয়। এ ঘটনায় সদ্য নির্মিত লুপ লাইনে কার্ভ থাকাকে দায়ী করে স্ট্রেট রুট নির্মাণের উদ্যোগ নেন রেলওয়ে বিভাগ।
বিডি প্রতিদিন/৪ জানুয়ারি ২০১৬/এনায়েত করিম