বাংলাদেশ ছাত্রলীগের প্রতিষ্ঠাবার্ষিকীতে চুয়াডাঙ্গা ছাত্রলীগের আলাদা দু'টি পক্ষের আয়োজনে শহরে শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। চুয়াডাঙ্গা জেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক মোহাইমেন হাসান জোয়ার্দ্দারের পক্ষের নেতাকর্মীরা বুধবার বেলা ১১টায় জেলা আওয়ামী লীগের কার্যালয়ের সামনে থেকে শোভাযাত্রা বের করে। অন্যদিকে সাবেক সভাপতি শরীফ হোসেন দুদুর পক্ষের নেতাকর্মীরা জেলা ছাত্রলীগ কার্যালয় থেকে শোভাযাত্রা বের করে। পরে দু'টি পক্ষই আলাদা দু'টি স্থানে আলোচনা সভার আয়োজন করে।
বিডি-প্রতিদিন/এস আহমেদ