বর্ণাঢ্য আয়োজনের মধ্যে দিয়ে ঝিনাইদহে ছাত্রলীগের ৬৯তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। এ উপলক্ষে জেলা ছাত্রলীগের আয়োজনে বুধবার সকালে সরকারী কেসি কলেজ থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়।
শোভাযাত্রাটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে শহরের চুয়াডাঙ্গা বাসস্টান্ডে গিয়ে শেষ হয়। এরপর সেখানে বঙ্গবন্ধুর প্রতিকৃতিকে পুষ্পমাল্য অর্পণ করেন ছাত্রলীগের নেতাকর্মীরা।
পরে শহরের পোস্ট অফিস মোড়ে সংক্ষিপ্ত সমাবেশ ও ৬৯ পাউন্ড কেক কাটা হয়। জেলা ছাত্রলীগের সভাপতি শাকিল আহম্মেদের সভাপতিত্বে সাধারণ সম্পাদক রানা হামিদের পরিচালনায় সমাবেশে বক্তব্য রাখেন জেলা ছাত্রলীগের সাবেক নেতা অশোক ধর, আশফাক মাহমুদ জন, হাফিজুর রহমান, তুষার পারভেজ, খায়রুল ইসলাম, মিঠুন প্রমুখ।
এসময় জেলা ছাত্রলীগের বর্তমান ও সাবেক নেতাকর্মীসহ ছাত্রলীগের বিপুল সংখ্যক নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
বিডি-প্রতিদিন/এস আহমেদ