বাগেরহাটের মোরেলগঞ্জে বিবাদমান জমির ধান কাটাকে কেন্দ্র দুই শ্রমিক হত্যার ঘটনায় ১৪ জনের বিরুদ্ধে থানায় মামলা দায়ের হয়েছে। আজ ১০টার দিকে জমির মালিক আব্দুর রহিম খান বাদি হয়ে মামলাটি দায়ের করেন। এই মামলার প্রধান আসামি শহিদ খানসহ ৬ জনকে পুলিশ গ্রেফতার করেছে। এ ছাড়াও অজ্ঞাত নামা আসামি রয়েছে ৫-৬ জন।
এদিকে, আজ বেলা ১২টায় কালিকাবাড়ি স্কুল মাঠে নিহত দুই মটর শ্রমিক পলাশ ও ইব্রাহিম শেখের জানাজা নামাজ সম্পন্ন হয়েছে। স্থানীয় সংসদ সদস্য ডা. মোজাম্মেল হোসেনসহ এলাকার শতশত লোক জানাজায় অংশগ্রহণ করেন।
উল্লেখ্য, শুক্রবার বেলা ৯টার দিকে পূর্ব সোনাখালী গ্রামে বিবাদমান জমির ধান কাটাকে কেন্দ্র রহিম খান ও শহিদ খানের লোকজন সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে আমবাড়িয়া গ্রামের শাজাহান শেখের ছেলে পলাশ(৪৫) ও পাতাবাড়িয়া গ্রামের তোরাব আলী শেখের ছেলে ইব্রাহিম(৫২) ঘটনাস্থলেই নিহত হন। শহিদ খানের লোকজনের ধারালো অস্ত্রের আঘাতে ২ জন নারীসহ আহত হন আরো ১০ জন।
বিডি প্রতিদিন/এ মজুমদার