টাঙ্গাইলের সখীপুরে মোটরসাইকেল দুর্ঘটনায় সিদ্দিকুর রহমান (৩৮) নামের এক যুবকের মৃত্যু হয়েছে।
রবিবার বিকেলে ঢাকা সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। সে উপজেলার কালিদাস বল্লাচালা এলাকার মৃত হাজী বখতার আলীর ছেলে।
এর আগে পৌর শহরের কলেজ মোড় এলাকায় মোটরসাইকেল দুর্ঘটনায় সে আহত হয়। এ ঘটনায় থানায় মামলার প্রস্তুতি চলছে।
প্রত্যক্ষদর্শীরা বলেন, উপজেলার কচুয়া থেকে সখীপুর গামী একটি মোটরসাইকেল কলেজ মোড় এলাকায় এসে নিয়ন্ত্রণ হাড়িয়ে দোকান পাড়ে দাঁড়ানো সিদ্দিকুর রহমানের উপর তুলে দেয়। এ সময় সে গুরুতর আহত হলে প্রথমে সখীপুর স্বাস্থ্য কমপ্লেক্সে পরে এনাম মেডিকেল কলেজে ভর্তি করা হয়। অবস্থার অবনতি হলে ঢাকা সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসারত অবস্থায় তার মৃত্যু হয়।
বিডিপ্রতিদিন/ ২৪ ডিসেম্বর, ২০১৭/ ই জাহান