দায়িত্ব অবহেলা ও একজন অতিরিক্ত পুলিশ সুপারের নির্দেশনা পালন না করার অভিযোগে নারায়ণগঞ্জ সদর মডেল থানার ওসি মীর শাহীন শাহ পারভেজকে সাময়িক প্রত্যাহার (ক্লোজড) করে নেওয়া হয়েছে। আজ দুপুরে পুলিশ সুপারের নির্দেশে তাকে সদর থানা থেকে পুলিশ লাইনে প্রত্যাহার করা হয়।
নারায়ণগঞ্জ জেলা পুলিশ সুপার মঈনুল হক দুপুরে জানান, দায়িত্ব অবহেলার অভিযোগেই ওসিকে প্রত্যাহার করে নেওয়া হয়েছে।
পুলিশের একটি সূত্র জানান, বড়দিন উপলক্ষ্যে নারায়ণগঞ্জ শহরের বঙ্গবন্ধু সড়কে সাধু পৌলের গীর্জার অনুষ্ঠানে যোগ দেন জেলা প্রশাসক ও পুলিশ সুপার। তবে তাদের আগমন উপলক্ষ্যে গীর্জার সামনের ফুটপাত দখলমুক্তসহ পর্যাপ্ত নিরাপত্তার জন্য নির্দেশ ছিল পুলিশ প্রশাসনের। কিন্তু সদর মডেল থানার ওসি মীর শাহীন শাহ পারভেজ সেটা যথার্থ করতে না পেরে উল্টো পুলিশের একজন অতিরিক্ত পুলিশ সুপারের সঙ্গে অশোভন আচরণ করেন।
বিডি প্রতিদিন/এ মজুমদার