লক্ষ্মীপুরে সোমবার কেয়ার এডুকেশন স্কুল এন্ড কলেজ ক্যাম্পাসের উদ্বোধন করা হয়েছে।
জেলা শহরের এম আহম্মদীয়া স্কুল প্রাঙ্গণে আনুষ্ঠানিকভাবে ৫তলা বিশিষ্ট এ ক্যাম্পাসটির উদ্বোধন করেন জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট নুর উদ্দিন চৌধুরী নয়ন।
প্রতিষ্ঠানটির চেয়ারম্যান এটিএম রুহুল্লাহ্র সভাপতিত্বে অন্যান্যের মধ্যে আরো উপস্থিত ছিলেন অ্যাডভোকেট আনোয়ার হোসেন, অধ্যক্ষ মো. আসাদুজ্জামান, জেলা স্বেচ্ছাসেবকলীগের সাধারণ সম্পাদক মাহবুব ইমতিয়াজ, বেলাল ক্বারী প্রমুখ।
আবাসিক ও অনাবাসিক পদ্ধতিতে বাংলা ও ইংরেজী ভার্সনে প্লে থেকে নবম শ্রেণি পর্যন্ত আধুনিক ও মানসম্মত শিক্ষা নিশ্চিত করার প্রত্যয় নিয়ে প্রতিষ্ঠানটি চালু করা হয়েছে বলে জানান আয়োজকরা।
বিডিপ্রতিদিন/ ২৫ ডিসেম্বর, ২০১৭/ ই জাহান