চুয়াডাঙ্গা সদর ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) ওহিদুল ইসলামকে কুপিয়ে জখম করেছে দুর্বৃত্তরা। সোমবার রাত সাড়ে ৯টার দিকে শহরের ফার্মপাড়ায় এ ঘটনা ঘটে।
বিষয়টি নিশ্চিত করে চুয়াডাঙ্গা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তোজাম্মেল হক জানান, এসআই ওহিদুল ইসলাম রাতে ফার্মপাড়া এলাকায় টহল দেওয়ার সময় একদল দুর্বৃত্ত তাকে লক্ষ্য করে রাম দা দিয়ে কুপিয়ে জখম করে। তার ডান হাতের কাঁধের কাছে দায়ের কোপ লেগে গুরুতর জখম হয়। ঘটনার পর স্থানীয়তা তাকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নিয়ে আসে। বর্তমানে তিনি সদর হাসপাতালে চিকিৎসাধীন আছেন।
চুয়াডাঙ্গা সদর হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ডা. রাহাত ইমাম জানান, ক্ষতস্থানে ৫টি সেলাই দেয়া হয়েছে। আঘাতটা গুরুত্বর হলেও বর্তমানে তিনি আশঙ্কামুক্ত আছেন।
ওসি আরও জানান, এ ঘটনায় জড়িত সন্দেহে শহরের দক্ষিণ গোরস্তানপাড়ার বুদো আলীর ছেলে মোহাম্মদ মিন্টুকে (২৫) পুলিশ আটক করেছে। আটকের সময় পুলিশের সাথে ধস্তাধস্তিতে তিনি আহত হয়েছেন। তাই তাকেও হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।
বিডি প্রতিদিন/২৫ ডিসেম্বর ২০১৭/সালাহ উদ্দীন/এনায়েত করিম