লালমনিরহাটের সদর উপজেলার হরিনচওড়া থেকে আব্দুল মান্নান (৪০) নামে এক পলাতক আসামিকে গ্রেফতার করেছে পুলিশ। তিনি ওই গ্রামের মোসলেম উদ্দিনের ছেলে।
মঙ্গলবার সকালে তাকে গ্রেফতার করা হয়।
লালমনিরহাট সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহফুজ আলম জানান, ২০০২ সালে আব্দুল মান্নানের বিরুদ্ধে সদর থানায় একটি মামলা হয়। ওই মামলায় আদালত মান্নানকে পাঁচ বছর সশ্রম কারাদণ্ডাদেশ দেন। এরপর থেকে তিনি পলাতক থাকায় তার বিরুদ্ধে চলতি বছর সদর থানায় পলাতক হিসেবে আরো একটি মামলা দায়ের করা হয়।
ওসি আরো জানান, গোপন সংবাদের ভিত্তিতে সকালে হরিনচওড়া গ্রাম থেকে তাকে গ্রেফতার করা হয়।
বিডি-প্রতিদিন/ সালাহ উদ্দীন