নড়াইলে বর্ণাঢ্য আয়োজনে সুলতানপ্রেমীদের সরব উপস্থিতিতে আজ মঙ্গলবার বিকেলে ১০ দিনব্যাপী সুলতান মেলার উদ্বোধন হয়েছে। খুলনা বিভাগীয় কমিশনার লোকমান হোসেন মিয়া প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ মেলার উদ্বোধন করেন।
বিশ্ব বরেণ্য চিত্রশিল্পী এস এম সুলতানের ৯৩তম জন্মজয়ন্তী উপলক্ষে নড়াইল সরকারি ভিক্টোরিয়া কলেজ মাঠের সুলতান মঞ্চ চত্বরে অনুষ্ঠিত এ মেলা চলবে ৪ জানুয়ারি পর্যন্ত।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক ও সুলতান ফাউন্ডেশনের সভাপতি মো. এমদাদুল হক চৌধুরী। উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন নড়াইল জেলা পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট সোহরাব হোসেন বিশ্বাস, পুলিশ সুপার সরদার রকিবুল ইসলাম,জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট সুবাস চন্দ্র বোস, বিশিষ্ট সমাজ সেবক ও সুলতান ফাউন্ডেশনের আজীবন সদস্য প্রকৌশলী শৈলেন্দ্রনাথ সাহা, নড়াইল সরকারি ভিক্টোরিয়া কলেজের উপাধ্যক্ষ প্রফেসর বরুন কুমার বিশ্বাস, নড়াইল পৌরসভার মেয়র মো. জাহাঙ্গীর বিশ্বাস, সুলতান ফাউন্ডেশনের সদস্য সচিব অশিকুর রহমান মিকু, আজীবন সদস্য সুলতান মাহমুদ।
মেলার উদ্বোধনী অনুষ্ঠানকে কেন্দ্র করে মঙ্গলবার শেষ বিকালে সরকারি ভিক্টোরিয়া কলেজের সবুজ চত্বরে উৎসবের আমেজ সৃষ্টি হয়। প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাসহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষ দুপুর থেকে মেলা প্রাঙ্গনে আসা শুরু করেন। বছর ঘুরে আসা এ মেলায় আসতে পেরে অনেকে গর্ববোধ করছেন। বিকেল গড়াতে গড়াতে এটি মিলন মেলায় পরিণত হয়।সন্ধ্যায় অনুষ্ঠিত হয় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান।
জেলা প্রশাসন ও সুলতান ফাউন্ডেশন যৌথভাবে মেলার আয়োজন করেছে। মেলায় বিভিন্ন আয়োজনের মধ্যে থাকছে চিত্র প্রদর্শনী, লাঠি খেলাসহ আকর্ষণীয় গ্রামীণ খেলাধুলা, জাতীয় পর্যায়ের শিল্পীদের অংশগ্রহণে প্রতিদিন রাতে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান, আবৃতি, নাটক, জারিগান, সুলতান স্বর্ণপদক প্রদান ও সুলতানের জীবন ও দর্শনসহ বিভিন্ন পর্যায়ের গুণী ব্যক্তিদের জীবনী নিয়ে সেমিনার।
এদিকে, ১০ দিনব্যাপী সুলতান মেলাকে কেন্দ্র নড়াইলের সাংস্কৃতিক অঙ্গনগুলো জেগে উঠেছে। সাংস্কৃতিক কর্মীরা নিয়মিত রিহার্সেল করে যাচ্ছেন সুলতান মেলায় তাদের সাংস্কৃতিক কর্মকাণ্ড তুলে ধরার জন্য। মেলায় গ্রামীণ কুঠির শিল্পসহ বিভিন্ন পণ্যের প্রায় ১০০টি স্টল বসেছে।
বক্তারা বলেন, সুলতান ছিলেন মাটি ও মানুষের শিল্পী। সুলতান ছিলেন নড়াইল তথা বাংলার গৌরব। তাঁর অংকিত চিত্রকর্ম বিশ্ব দরবারে আমাদেরকে মাথা উচু করে দাঁড়ানোর পথ করে দিয়েছে। সুলতানের চিত্রকর্মের বিষয়বস্তু ছিল খেটে খাওয়া, শ্রমজীবী মানুষকে নিয়ে। তিনি শহুরে জীবন ত্যাগ করে মাটির টানে বারবার নড়াইলে ছুটে এসেছেন। সুলতান মেলাকে জাতীয় পর্যায়ে স্বীকৃতি দেয়ার জন্য আহ্বান জানান বক্তারা।
বিডি-প্রতিদিন/২৬ ডিসেম্বর, ২০১৭/মাহবুব